ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১৫ কোটি টাকার অবৈধ সিগারেট স্ট্যাম্প মিলল ছাগলের খামারে

নিজস্ব প্রতিবেদন:

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকায় বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকোর মালিকানাধীন গুদাম ও ছাগলের খামারের মাটি খনন করে এগুলো জব্দ করা হয়।

 

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চকোরিয়া উপজেলার ফার্ম চেয়ারম্যান পাড়া এলাকায় বিজয় ইন্টারন্যাশনাল টোবাকো লিমিটেডের মালিকানাধীন গুদাম ও ছাগলের খামারে এই অভিযান চালানো হয়। চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনারের নেতৃত্বে নিবারক দল কর্তৃক ‘চোরাচালান’ বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

 

এই অভিযানে ছাগলের খামারে মাটি খনন করে ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও ব্যবহৃত সিগারেট ব্যান্ডরোল পাওয়া যায়। বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো লিমিটেডের কক্সবাজারের ভ্যাট ম্যানেজার মো. কামরুজ্জামান স্বপনের উপস্থিতিতে ৩৬ লাখ ২৪ হাজার পিস ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও আড়াই লাখ পিস সিগারেট নকল ব্যান্ডরোলের জব্দ করা হয়। বর্ণিত ব্যান্ডরোলগুলো ব্যবহার করলে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি হতো। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

১৫ কোটি টাকার অবৈধ সিগারেট স্ট্যাম্প মিলল ছাগলের খামারে

আপডেট সময় ০৮:৩১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকায় বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকোর মালিকানাধীন গুদাম ও ছাগলের খামারের মাটি খনন করে এগুলো জব্দ করা হয়।

 

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চকোরিয়া উপজেলার ফার্ম চেয়ারম্যান পাড়া এলাকায় বিজয় ইন্টারন্যাশনাল টোবাকো লিমিটেডের মালিকানাধীন গুদাম ও ছাগলের খামারে এই অভিযান চালানো হয়। চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনারের নেতৃত্বে নিবারক দল কর্তৃক ‘চোরাচালান’ বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

 

এই অভিযানে ছাগলের খামারে মাটি খনন করে ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও ব্যবহৃত সিগারেট ব্যান্ডরোল পাওয়া যায়। বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো লিমিটেডের কক্সবাজারের ভ্যাট ম্যানেজার মো. কামরুজ্জামান স্বপনের উপস্থিতিতে ৩৬ লাখ ২৪ হাজার পিস ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও আড়াই লাখ পিস সিগারেট নকল ব্যান্ডরোলের জব্দ করা হয়। বর্ণিত ব্যান্ডরোলগুলো ব্যবহার করলে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি হতো। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।