ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ৬০

নিজস্ব প্রতিবেদন:

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এক দিনে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার দেশটির পূর্বাঞ্চলের বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বেকা উপত্যকা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি। এ উপত্যকার ১২টি এলাকায় গতকাল হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে বালবেক এলাকা সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুটি শিশু ছিল।

দিনভর হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় হতাহত ব্যক্তিদের এখনো উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজ শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহত ৬০ জনের মধ্যে ১৬ জন বালবেক শহরের পশ্চিমাঞ্চলের আল-আলাক্ব এলাকার বাসিন্দা।

গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এএফপির করা হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

বালবেকের গভর্নর বাসির খুদর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল ‘সবচেয়ে সহিংস’ হামলা। এ হামলার আগে এলাকাটি খালি করার জন্য কোনো রকম সতর্কতাও জারি করেনি ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা জানায়, ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধে অন্তত ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে লেবাননের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন ৮ লাখ মানুষ।

 

ট্যাগস :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ৬০

আপডেট সময় ০৬:১৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এক দিনে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার দেশটির পূর্বাঞ্চলের বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বেকা উপত্যকা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি। এ উপত্যকার ১২টি এলাকায় গতকাল হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে বালবেক এলাকা সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুটি শিশু ছিল।

দিনভর হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় হতাহত ব্যক্তিদের এখনো উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজ শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহত ৬০ জনের মধ্যে ১৬ জন বালবেক শহরের পশ্চিমাঞ্চলের আল-আলাক্ব এলাকার বাসিন্দা।

গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এএফপির করা হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

বালবেকের গভর্নর বাসির খুদর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল ‘সবচেয়ে সহিংস’ হামলা। এ হামলার আগে এলাকাটি খালি করার জন্য কোনো রকম সতর্কতাও জারি করেনি ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা জানায়, ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধে অন্তত ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে লেবাননের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন ৮ লাখ মানুষ।