ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এবার জতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে ভিপি নুরের দল

নিজস্ব প্রতিবেদন:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তাদের সংগঠন বিএনপির সঙ্গে কোনো জোট করেনি এবং জাতীয় সরকারের অংশীদার হওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং তারা আগামী নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বরিশাল নগরীর চৌমাথায় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমের কাছে এ তথ্য জানান। এ সময় নুরুল হক বলেন, ‘আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একত্রিত হয়ে হাসিনা বিরোধী আন্দোলন করেছি। তবে আন্দোলনের পর বিএনপি আমাদের কার্যক্রমে বাধা প্রদান করছে।’

তিনি উল্লেখ করেন, এই পরিস্থিতিতে গণঅধিকার পরিষদ দলের হাইকমান্ডকে অবহিত করেছে এবং বিএনপি থেকে প্রেস রিলিজের মাধ্যমে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

নুরুল হক নুর আরও বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত। আমাদের লক্ষ্য দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।’

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের কাজকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণঅধিকার পরিষদ দৃঢ় সংকল্প নিয়ে নির্বাচনে নামবে এবং জনগণের সমর্থন পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

এবার জতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে ভিপি নুরের দল

আপডেট সময় ০৪:৫৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তাদের সংগঠন বিএনপির সঙ্গে কোনো জোট করেনি এবং জাতীয় সরকারের অংশীদার হওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং তারা আগামী নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বরিশাল নগরীর চৌমাথায় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমের কাছে এ তথ্য জানান। এ সময় নুরুল হক বলেন, ‘আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একত্রিত হয়ে হাসিনা বিরোধী আন্দোলন করেছি। তবে আন্দোলনের পর বিএনপি আমাদের কার্যক্রমে বাধা প্রদান করছে।’

তিনি উল্লেখ করেন, এই পরিস্থিতিতে গণঅধিকার পরিষদ দলের হাইকমান্ডকে অবহিত করেছে এবং বিএনপি থেকে প্রেস রিলিজের মাধ্যমে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

নুরুল হক নুর আরও বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত। আমাদের লক্ষ্য দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।’

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের কাজকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণঅধিকার পরিষদ দৃঢ় সংকল্প নিয়ে নির্বাচনে নামবে এবং জনগণের সমর্থন পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।