ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যেসব শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন দুর্গাপূজায় মেসেজে

নিজস্ব প্রতিবেদন:

লাইফস্টাইল ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ থেকে শুরু হলো ধর্মীয় এই উৎসব। সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবের দিনগুলোতে প্রিয়জনকে শুভেচ্ছা জানান। জানুন এই শারদীয়ায় সকলকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি-

দুর্গাপূজা ২০২৪-এর শুভেচ্ছা বার্তা-
* শুভ দুর্গাপূজা ২০২৪! আপনার ও আপনার পরিবারকে অনেক শুভেচ্ছা।
* এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। শুভ শারদীয়া!
* শারদীয়া উপলক্ষে দেবী দুর্গা আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। শুভেচ্ছা সকলকে!
* মায়ের আগমনে সকল পরিবার ভরে উঠুক খুশির হাওয়া! শারদ শুভেচ্ছা সকলকে…
* শারদীয়া উপলক্ষে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
* এবারের দুর্গাপূজাতে আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।
* দেবী দুর্গা আপনার জীবন ভালোবাসা ও আশীর্বাদে প্রদান করুক। জয় মা দুর্গা!
* আপনার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করতে দেবী দুর্গা আসছেন। শুভ শারদীয়া ২০২৪!
* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা দুর্গা সর্বদা আপনাদের উপরে থাকুক। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
* সকলকে সুন্দর ও বর্ণময় শারদীয়ার শুভেচ্ছা। শুভ হোক সব…
* এই দুর্গাপূজাতে আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শারদ শুভেচ্ছা সকলকে!
* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক…। শুভ দুর্গাপূজা!
* প্রার্থনা করি এই শারদীয়ায় আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে!
* চলো সব দুঃখ কষ্ট ভুলে শারদীয়ার আনন্দে মেতে উঠি সকলে মিলে! *
* সকল কাজে আপনি যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয়। সকলকে ভাল রাখো মা।
* আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ জানিয়ে দিচ্ছে আবারও মা আসছেন বছর ঘুরে! শুভ শারদীয়া!

ট্যাগস :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

যেসব শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন দুর্গাপূজায় মেসেজে

আপডেট সময় ০৪:৪১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

লাইফস্টাইল ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ থেকে শুরু হলো ধর্মীয় এই উৎসব। সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবের দিনগুলোতে প্রিয়জনকে শুভেচ্ছা জানান। জানুন এই শারদীয়ায় সকলকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি-

দুর্গাপূজা ২০২৪-এর শুভেচ্ছা বার্তা-
* শুভ দুর্গাপূজা ২০২৪! আপনার ও আপনার পরিবারকে অনেক শুভেচ্ছা।
* এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। শুভ শারদীয়া!
* শারদীয়া উপলক্ষে দেবী দুর্গা আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। শুভেচ্ছা সকলকে!
* মায়ের আগমনে সকল পরিবার ভরে উঠুক খুশির হাওয়া! শারদ শুভেচ্ছা সকলকে…
* শারদীয়া উপলক্ষে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
* এবারের দুর্গাপূজাতে আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।
* দেবী দুর্গা আপনার জীবন ভালোবাসা ও আশীর্বাদে প্রদান করুক। জয় মা দুর্গা!
* আপনার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করতে দেবী দুর্গা আসছেন। শুভ শারদীয়া ২০২৪!
* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা দুর্গা সর্বদা আপনাদের উপরে থাকুক। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
* সকলকে সুন্দর ও বর্ণময় শারদীয়ার শুভেচ্ছা। শুভ হোক সব…
* এই দুর্গাপূজাতে আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শারদ শুভেচ্ছা সকলকে!
* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক…। শুভ দুর্গাপূজা!
* প্রার্থনা করি এই শারদীয়ায় আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে!
* চলো সব দুঃখ কষ্ট ভুলে শারদীয়ার আনন্দে মেতে উঠি সকলে মিলে! *
* সকল কাজে আপনি যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয়। সকলকে ভাল রাখো মা।
* আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ জানিয়ে দিচ্ছে আবারও মা আসছেন বছর ঘুরে! শুভ শারদীয়া!